হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে কুড়িগ্রামের চিলমারীতে ৩২টি মন্ডপে দুর্গোৎসব শুরু হয়েছে। দুগোর্ৎসবকে ঘিরে দেবী দুর্গাকে তুলির আচরে সেজে তুলেছেন শিল্পীরা।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ মহোৎসব।
এবারের ৩২ টি পূজা মন্ডবে আনসার সদস্য দুই শত ১০ জন, পুলিশ সদস্য ২০ এবং মোবাইলে টিমে ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম।
পুরোহিত কমিটির সভাপতি শ্রী মৃনালকান্তি চক্রবর্তী বলেন, শারদীয় দুর্গাপূজা সৌহাদর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও প্রতিটি মন্ডপে দায়িত্ব পালন করছেন।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কর্ণধর বর্মা জানান, উপজেলাজুড়ে এখন সাজ সাজ রব বিরাজ করছে। সবাই দুর্গাপূজার উৎসবের আমেজে মজেছেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম জানান, প্রতিটি মণ্ডপকে ঘিরে ইতিমধ্যেই আমরা বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছি। এছাড়াও স্ট্রাইকিং ফোর্স ও কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থাও নেয়া হয়েছে। এবারের ডিসি,এসপি স্যারের নিদেশে উপজেলা প্রশাসনসহ আমরা এই প্রথম আনসার সদস্যদের জন্য খাবারের ব্যবস্থা করেছি পুজা মণ্ডপ গুলোতে কেউ আনসার সদস্যদের খাবারে খোঁজ খবর রাখেন না।





















