সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও চোরাচালান রোধে সাজেকে বিজিবির উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিউ থাংনাং ও বেথলিং পাড়ার বাসিন্দাদের নিয়ে আয়োজিত এ সভায় স্থানীয় জনগণকে সীমান্ত নিরাপত্তায় সহযোগিতার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বাঘাইহাট ব্যাটালিয়নের ৫৪ বিজিবির নিউ থাংনাং বিওপির নায়েব সুবেদার সাইফুল ইসলামের নেতৃত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন নায়েব সুবেদার সাইফুল ইসলাম, ল্যান্স নায়েক আব্দুল কাদের, সিপাহি রাসেল আহমেদসহ বিজিবির অন্যান্য সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নিউ থাংনাং পাড়ার কার্বারি জয়ন্ত চাকমা, বেথলিং পাড়ার কার্বারি মংলা চাকমা, স্থানীয় যুবক নেতা সুজন ত্রিপুরা, শিক্ষক রবিন্দ্র চাকমা প্রমুখ।
নায়েব সুবেদার সাইফুল ইসলাম বলেন, “সীমান্ত নিরাপত্তা শুধু বিজিবির দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। আপনারা যেকোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে তৎক্ষণাৎ আমাদের জানাবেন।”
তিনি আরও বলেন, “সীমান্ত এলাকায় বসবাসকারী হিসেবে আপনাদের সতর্ক থাকতে হবে। কোনো অপরিচিত ব্যক্তি বা গোষ্ঠী যদি এলাকায় অবৈধ কার্যকলাপে জড়িত হতে চায়, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।”
স্থানীয় যুবক নেতা সুজন ত্রিপুরা বলেন, “আমাদের এলাকার যুবকদের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। বিজিবির এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি আমাদের অনেক সাহায্য করছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমাদের এলাকা থেকে কোনো অবৈধ কার্যক্রম পরিচালিত হবে না।”
শিক্ষক রবিন্দ্র চাকমা বলেন, “তরুণ প্রজন্মকে সচেতন করতে আমরা শিক্ষকরাও দায়িত্বশীল। দেশপ্রেম ও সীমান্ত নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা আমাদের দায়িত্ব।”
সভা শেষে বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের যেকোনো সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এমআর/সবা





















