খাগড়াছড়ির দীঘিনালায় কফি ও কাজুবাদাম চাষকে আরও আধুনিক ও সমৃদ্ধ করতে স্থানীয় চাষীদের মাঝে বিনামূল্যে কফি প্রসেসমেন্ট রিকভারি মেশিন ও কফি ড্রাইভার মেশিন বিতরণ করা হয়েছে। প্রযুক্তিগত সহায়তা পাওয়া এ উদ্যোগ পাহাড়ি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বাবুছড়া কফি ও কাজুবাদাম কৃষক গ্রুপ, দীঘিনালা গ্রুপ, নৌকাছড়া গ্রুপ, তেবাংছড়া গ্রুপ এবং ভৈরফা গ্রুপ—এই ৫টি কৃষক সংগঠনের হাতে মেশিনগুলো তুলে দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন। প্রতিটি গ্রুপকে উন্নতমানের কফি প্রসেসমেন্ট রিকভারি মেশিন ও কফি ড্রাইভার মেশিন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সুপন চাকমা, অতুল বিহারী, সদত্ত চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, “পাহাড়ের মাটি কফি ও কাজুবাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। সঠিক প্রযুক্তি ও আধুনিক মেশিন ব্যবহার করলে উৎপাদন আরও বাড়বে, মানও উন্নত হবে। এতে পাহাড়ের কৃষকরা অর্থনৈতিকভাবে আরও সক্ষম হয়ে উঠতে পারবেন।” তিনি আরও বলেন, সরকারি সহায়তা পেলে কফি শিল্প দীঘিনালায় বড় পরিসরে গড়ে তোলা সম্ভব।
চাষিরা জানান, এত দিন হাতে কলমে কফি প্রক্রিয়াজাত করতে সময় ও শ্রম বেশি লাগত। নতুন মেশিন পেয়ে উৎপাদন ব্যয় কমবে এবং কফির মান বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার মতো হবে। কাজুবাদাম চাষেও প্রযুক্তিনির্ভর সুবিধা পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্থানীয়রা মনে করছেন, কফি ও কাজুবাদামের বাণিজ্যিক চাষ পাহাড়ের কৃষকদের আয় বাড়াবে, একই সঙ্গে কর্মসংস্থানেও নতুন সম্ভাবনা তৈরি করবে।
এমআর/সবা





















