গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় রুবেল মিয়া (২৪) নামে এক যুবকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তার বন্ধু মোশারফও আহত হয়েছেন। রুবেল গাইবান্ধা পৌরসভার মুহুরীপাড়া এলাকার মোকাব্বর মিয়ার ছেলে।
ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে মঞ্জুরুল ইসলাম বাবু (৪৬), সুলতান মিয়া (৩৬) ও রাকিব মিয়া (২৫) নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
গত সোমবার সন্ধ্যায় শহরের শাপলা মিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গ্রেফতার ব্যক্তিরা গাইবান্ধা পৌরসভার মধ্য ধানঘড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বন্ধু মোশারফ রহমানের সঙ্গে দেখা করতে শাপলা মিল এলাকায় যান রুবেল মিয়া। সেখানে পৌঁছাতেই পূর্বশত্রুতার জেরে বাবু ও তার সহযোগীরা অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে রুবেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা।
স্থানীয়রা দ্রুত রুবেলকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় রাতেই রুবেলের বাবা মোকাব্বর মিয়া বাদী হয়ে সদর থানায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ১০–১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুই নারীসহ পাঁচজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততা না থাকায় দুই নারীকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার তিনজনকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
এমআর/সবা





















