১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নাখালপাড়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার বিকেল ৩টায় নাখালপাড়ায় আয়োজন করা এ অনুষ্ঠানে আলোচনার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের জীবন, আত্মত্যাগ ও দেশের প্রতি তাঁদের অবদান স্মরণ করা হবে।
অনুষ্ঠানে আলোচনা করবেন নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল বারী, মো. শরীফ হোসেন এবং শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর সন্তান তানভীর হায়দার চৌধুরী শোভন। তাঁদের বক্তৃতায় উঠে আসবে ১৯৭১-এর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ঐতিহাসিক প্রেক্ষাপট, পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতা, বুদ্ধিজীবীদের ভূমিকা এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা।
অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিপ্রেমী তরুণ-তরুণীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, কবিতা পাঠ ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের চেতনা তুলে ধরা হবে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই প্রতিবছর এই আয়োজন করা হয়।
এছাড়াও, ১৫ ডিসেম্বর সোমবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। সেখানে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক দৃশ্য, যুদ্ধকালীন মুহূর্ত এবং দেশপ্রেম জাগানিয়া ডকুমেন্টারি প্রদর্শিত হবে। দর্শনার্থীরা কাছ থেকে অনুভব করতে পারবেন মুক্তিযুদ্ধের সংগ্রাম, ত্যাগ ও বীরত্বের ইতিহাস।
আয়োজক নাখালপাড়া স্মৃতি পাঠাগার জানায়, শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য স্মরণে আগামী দিনে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
এমআর/সবা


























