বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ পরপর চারবার পরিবর্তন করে নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বুধবার রাতে কমিশনারদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভোটগ্রহণের নতুন দিন নির্ধারিত হয়েছে ২১ জানুয়ারি ২০২৬।
এর আগে চলতি বছরের ১৮ নভেম্বর প্রথম তফসিল ঘোষণা করা হয়েছিল, যেখানে ভোটের দিন ছিল ২৯ ডিসেম্বর। পরবর্তী দফায় তা পরিবর্তন করে ২৪ ডিসেম্বর করা হয়। ৩ ডিসেম্বর মনোনয়ন ফর্ম বিতরণ ও জমাদানের তারিখ পরিবর্তন হলেও ভোটের দিন অপরিবর্তিত ছিল। তবে ভোটার তালিকায় গুরুতর ত্রুটি থাকায় নির্বাচন স্থগিত হয়ে নতুন তফসিল ঘোষণা করা হয়েছে।
নতুন তফসিল অনুযায়ী ১৩ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, আপত্তি গ্রহণ ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ ডিসেম্বর। মনোনয়নপত্র বিতরণ ও দাখিল শুরু ২০ ডিসেম্বর, শেষ দিন ২১ ডিসেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা ২২ ডিসেম্বর প্রকাশ, আপত্তি গ্রহণ ও চূড়ান্ত তালিকা প্রকাশ ২৩ ডিসেম্বর। ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণা হবে ২১ জানুয়ারি ২০২৬।
এদিকে ২৪ ডিসেম্বর ভোট আয়োজনের দাবিতে ইসলামী ছাত্রশিবিরসহ কয়েকটি ছাত্র সংগঠন মানববন্ধন, সংবাদ সম্মেলন ও রাতভর অবরোধ চালিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ঘেরাও প্রতিহত করতে সক্ষম হয়নি।
প্রধান নির্বাচন কমিশনার ড. শাহ জামান বলেন, “ভোটার তালিকার বিভিন্ন ত্রুটি এখনো সংশোধন হয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা না পাওয়ায় ২৪ ডিসেম্বর ভোট আয়োজন সম্ভব হয়নি। নতুন তারিখে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হবে।”


























