নীলফামারী হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সংসদ কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত, আহত মুক্তিযোদ্ধাদের সুস্থতা এবং দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল হক জবা, সদস্য সচিব আব্দুল জলিলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা।
বক্তারা বলেন, নীলফামারী হানাদার মুক্ত দিবস শুধু একটি ঐতিহাসিক দিন নয়, এটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অনুপ্রেরণা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এমআর/সবা























