চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা থার্টিফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুসের ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন করেছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় চবি জিরো পয়েন্টে বিআরএফ ইয়ুথ ক্লাবের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে কেন্দ্রীয় সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “আতশবাজি শব্দ ও বায়ু দূষিত করে। ইতিপূর্বে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতি বছর শত শত পাখি আতশবাজির কারণে মারা যায়। সাময়িক আনন্দের জন্য তাদের জীবন নষ্ট করা গ্রহণযোগ্য নয়।”
বিআরএফ ইয়ুথ ক্লাব চবি শাখার সহ সভাপতি মোঃ সামিউর রহমান বলেন, “আতশবাজি ও ফানুসে বাতাসে ক্যাডমিয়াম, সিসা, সালফার ও অন্যান্য বিষাক্ত পদার্থ মিশে যা শ্বাসতন্ত্র ও ফুসফুসের জন্য ক্ষতিকর এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।”
শহীদ ফরহাদ হোসেন হল সংসদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম বলেন, “আতশবাজির উচ্চ শব্দ হৃদরোগীদের ক্ষতি করে এবং পাখিদের মৃত্যু ঘটায়। আমাদের আনন্দে অন্যদের কষ্ট হওয়া উচিত নয়।”
মানববন্ধনে শিক্ষার্থীরা ‘Fireworks cause the death of thousands of birds’, ‘Ban fireworks, save birds’, ‘Our joy causes them pain’, ‘One fire hazard can burn a thousand dreams’, ‘Sky Lanterns kill nature’ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন।

























