ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদের দীর্ঘদিনের ইমাম ও খতিব মাওলানা আবু বক্করকে শুক্রবার এলাকার মানুষের পক্ষ থেকে রাজকীয়ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। তাকে ক্রেস্ট, মানপত্র, উপহার সামগ্রী ও নগদ সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হয় এবং পরে ঘোড়ার গাড়িতে করে আনন্দ মিছিল বের করা হয়, যা স্থানীয়দের মধ্যে আনন্দ ও আবেগের ছোঁয়া সৃষ্টি করেছে।
মাওলানা আবু বক্কর ১৯৭২ সালে শিবপুরে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই ইসলামী শিক্ষার প্রতি আগ্রহী তিনি লস্করহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম, পরে ফেনী আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৯৬ সালে তিনি শিবপুর দোস্ত মোহাম্মদ মিয়াজি জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি মসজিদ থেকে কোনো বেতন গ্রহণ না করে নিজের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন।

শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে ২৮ নভেম্বর তিনি দায়িত্ব হস্তান্তর করেন। প্রাক্তন ছাত্র, তরুণ সমাজ, যুবক ও প্রবাসীদের উদ্যোগে তার বিদায়কে স্মরণীয় করে রাখতে এই বিশেষ আয়োজন করা হয়। মাওলানা আবু বক্কর বলেন, “আজ আমি জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান পেয়েছি, আপনারা আমার আগামীর পথচলার জন্য দোয়া করবেন।” আয়োজক কমিটির সমন্বয়ক মো. জামাল উদ্দিন জানিয়েছেন, মাওলানা আবু বক্করের আন্তরিকতা, মানবিকতা ও সহজ-সরল জীবনযাপন তাকে এলাকার মানুষের কাছে প্রিয় করে তুলেছে।























