ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী এবং বিএনপির মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী এরশাদউল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে আলহাজ হাতেম খানের পক্ষে ভালুকা পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠ থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন এবং হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।





















