সারা দেশের ন্যায় মানিকগঞ্জের শিবালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে স্থানীয় স্টেডিয়াম মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে বাংলাদেশ পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে আনুষ্ঠানিক জাতিয় পতাকা উত্তোলন শেষে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনির হোসেন সালাম গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান
শু/সবা





















