বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) অধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী মো. আমীর মাসুদ।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বিপিসির সচিব শাহিনা সুলতানার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) মহাব্যবস্থাপক (বিপিসিতে প্রেষণে নিয়োজিত) আমীর মাসুদকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত জেওসিএলের এমডি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
১৮ ডিসেম্বর অপরাহ্নে তিনি বিপিসি থেকে অবমুক্ত হয়ে জেওসিএলে যোগদান করবেন এবং ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে।





















