০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
আদিত্য, হাফসা ও মিজানুরের সাফল্যে এলাকায় উচ্ছ্বাস

ঈদগাঁওর ৩ কৃতি শিক্ষার্থীর মেডিকেল কলেজে চান্স

সদ্য অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তিন কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে স্থান পান। এই সাফল্যে এলাকার মানুষ আনন্দিত ও শিক্ষার্থীদের জন্য গর্বিত।

প্রথম শিক্ষার্থী আদিত্য পাল, ২০২৩ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থী। তিনি এসএসসি ও এইচএসসিতে উভয়েই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন। তার পিতা কালীপদ পাল, যিনি ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা এবং এপেক্স ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডে কর্মরত। মা স্বপ্না পাল, গৃহিণী। আদিত্য পরিবারের প্রথম ছেলে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তার স্থান হয়েছে ১৭৯০। আদিত্য এমবিবিএস শেষ করে কার্ডিওলজি বিভাগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

দ্বিতীয় শিক্ষার্থী হাফসা সাবাহ জুঁই, ২০২২ সালের এসএসসি ব্যাচের কৃতি। এসএসসি ও এইচএসসিতে উভয়েই গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন। তার পিতা মোঃ বেলাল উদ্দিন এবং মা সায়মা জেসমিন, যিনি ভোমরিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সাবাহকে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত হয়েছে।

তৃতীয় শিক্ষার্থী মিজানুর রহমান, ২০২২ সালের এসএসসি তে জিপিএ-৫ অর্জন করেছেন। তার পিতা ছালেহ আহমদ, মাতা গৃহিণী। তিনি ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার বাসিন্দা। মিজানুর নওগাঁ সরকারি মেডিকেল কলেজের জন্য ভতির সুযোগ পেয়েছে। সে ভাই এক বোনের মধ্যে মিজানুর বড়। তিনি এমবিবিএস পাস করে নিজ এলাকায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অবদান রাখতে চান।

বিদ্যালয়টির এই কৃতিত্বে গ্রামের মানুষ তাদের অভিনন্দন জানিয়েছেন। শিক্ষার্থীরা পরিবার, শিক্ষক ও বন্ধুদের সমর্থনের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সাফল্য প্রমাণ করে ঈদগাঁওয়ের শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে এবং এলাকার কৃতী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে অবদান রাখতে প্রস্তুত।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

২৫ ডিসেম্বর শাহজালালে পর্যাপ্ত সময় নিয়ে যাত্রীদের পৌঁছানোর অনুরোধ

আদিত্য, হাফসা ও মিজানুরের সাফল্যে এলাকায় উচ্ছ্বাস

ঈদগাঁওর ৩ কৃতি শিক্ষার্থীর মেডিকেল কলেজে চান্স

আপডেট সময় : ০৮:১৭:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

সদ্য অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে তিন কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে স্থান পান। এই সাফল্যে এলাকার মানুষ আনন্দিত ও শিক্ষার্থীদের জন্য গর্বিত।

প্রথম শিক্ষার্থী আদিত্য পাল, ২০২৩ সালের এসএসসি ব্যাচের কৃতি শিক্ষার্থী। তিনি এসএসসি ও এইচএসসিতে উভয়েই গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছেন। তার পিতা কালীপদ পাল, যিনি ঈদগাঁও ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা এবং এপেক্স ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডে কর্মরত। মা স্বপ্না পাল, গৃহিণী। আদিত্য পরিবারের প্রথম ছেলে। মেডিকেল ভর্তি পরীক্ষায় তার স্থান হয়েছে ১৭৯০। আদিত্য এমবিবিএস শেষ করে কার্ডিওলজি বিভাগে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

দ্বিতীয় শিক্ষার্থী হাফসা সাবাহ জুঁই, ২০২২ সালের এসএসসি ব্যাচের কৃতি। এসএসসি ও এইচএসসিতে উভয়েই গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন। তার পিতা মোঃ বেলাল উদ্দিন এবং মা সায়মা জেসমিন, যিনি ভোমরিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সাবাহকে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত হয়েছে।

তৃতীয় শিক্ষার্থী মিজানুর রহমান, ২০২২ সালের এসএসসি তে জিপিএ-৫ অর্জন করেছেন। তার পিতা ছালেহ আহমদ, মাতা গৃহিণী। তিনি ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়ার বাসিন্দা। মিজানুর নওগাঁ সরকারি মেডিকেল কলেজের জন্য ভতির সুযোগ পেয়েছে। সে ভাই এক বোনের মধ্যে মিজানুর বড়। তিনি এমবিবিএস পাস করে নিজ এলাকায় স্বাস্থ্য সেবার মানোন্নয়নে অবদান রাখতে চান।

বিদ্যালয়টির এই কৃতিত্বে গ্রামের মানুষ তাদের অভিনন্দন জানিয়েছেন। শিক্ষার্থীরা পরিবার, শিক্ষক ও বন্ধুদের সমর্থনের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এই সাফল্য প্রমাণ করে ঈদগাঁওয়ের শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে এবং এলাকার কৃতী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে অবদান রাখতে প্রস্তুত।

এমআর/সবা