জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষে রংপুর-৩ সদর আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে সদর রিটার্নিং কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “রংপুরে জিএম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো জাতীয় পার্টি। বর্তমানে দলের ৩০০ আসনে প্রার্থী বাছাই কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি নির্বাচন কমিশন নির্বাচনের ক্ষেত্রে জাতীয় পার্টিকে সমান আচরণবিধি নিশ্চিত করবেন।”
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। দলের জনপ্রিয়তা দেখে কিছু ষড়যন্ত্রকারী একের পর এক চক্রান্তে লিপ্ত হচ্ছে। নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, অথচ আমাদের ভূমিকা স্পষ্ট।”
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জাপা নেতা আজমল হক লেবু, হাজি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, প্রায় তিন যুগ ধরে রংপুর-৩ আসনটি জাতীয় পার্টির দখলে রয়েছে।
এমআর/সবা






















