০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

টানা তিন দিন ধরে ঘন কুয়াশা, মেঘলা আকাশ ও পশ্চিমের হিমেল হাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে জেঁকে বসেছে তীব্র শীত। সোমবার বেলা সাড়ে ১১টার পর সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে তাপের তেমন অনুভূতি পাওয়া যায়নি।

 

সকাল থেকে ঘন কুয়াশায় আকাশ ঢেকে থাকে, বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যায়। কুয়াশার কারণে সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল ও বৃদ্ধরা। শীতের প্রকোপে ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকিও বেড়েছে। তীব্র শীতের কারণে পাঁচবিবি বাজার ও রেলস্টেশন এলাকার ফুটপাতে গরম কাপড় কেনায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

ব্যাটারিচালিত অটোচালক রিফাত ও অটোভ্যান চালক দুলাল হোসেন জানান, হিমেল হাওয়ার কারণে যাত্রী কমে গেছে, ফলে আয়ও কমছে। অন্যদিকে ফুটপাতের কাপড় বিক্রেতারা বলছেন, শীত বাড়লে গরম কাপড়ের বিক্রি তুলনামূলক ভালো হচ্ছে।

এদিকে প্রয়োজনের তাগিদে মানুষ ঘর থেকে বের হলেও কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা পাঁচবিবির জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

পাঁচবিবিতে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

টানা তিন দিন ধরে ঘন কুয়াশা, মেঘলা আকাশ ও পশ্চিমের হিমেল হাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে জেঁকে বসেছে তীব্র শীত। সোমবার বেলা সাড়ে ১১টার পর সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে তাপের তেমন অনুভূতি পাওয়া যায়নি।

 

সকাল থেকে ঘন কুয়াশায় আকাশ ঢেকে থাকে, বৃষ্টির মতো কুয়াশা ঝরতে দেখা যায়। কুয়াশার কারণে সকালের দিকে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, ছিন্নমূল ও বৃদ্ধরা। শীতের প্রকোপে ঠান্ডাজনিত শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকিও বেড়েছে। তীব্র শীতের কারণে পাঁচবিবি বাজার ও রেলস্টেশন এলাকার ফুটপাতে গরম কাপড় কেনায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

ব্যাটারিচালিত অটোচালক রিফাত ও অটোভ্যান চালক দুলাল হোসেন জানান, হিমেল হাওয়ার কারণে যাত্রী কমে গেছে, ফলে আয়ও কমছে। অন্যদিকে ফুটপাতের কাপড় বিক্রেতারা বলছেন, শীত বাড়লে গরম কাপড়ের বিক্রি তুলনামূলক ভালো হচ্ছে।

এদিকে প্রয়োজনের তাগিদে মানুষ ঘর থেকে বের হলেও কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশা পাঁচবিবির জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করছে।