০৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ

কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা কার্যক্রম আরও কার্যকর করতে কুড়িগ্রামে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এসওএস চিলড্রেনস ভিলেজেসের উদ্যোগে এসওএস কুড়িগ্রাম হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মনোসামাজিক সমস্যার প্রাথমিক শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের কমিউনিটি স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

এসওএস পরিবার শক্তিশালীকরণ প্রকল্পের কো-অর্ডিনেটর মকলেছুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হোসেন। কর্মশালায় কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট (সিএফই) কর্মসূচির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এসওএস পরিবার শক্তিশালীকরণ প্রকল্প, কুড়িগ্রামের আওতায় বাস্তবায়িত এ প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও পরিবারগুলো দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবে।

এ সময় এসওএস-এর কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও ফাহমিদা হামিদসহ স্বেচ্ছাসেবক রাশেদ, রফিকুল, তাজমিন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সুন্দরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

কুড়িগ্রামে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের মানসিক স্বাস্থ্য প্রশিক্ষণ

আপডেট সময় : ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা কার্যক্রম আরও কার্যকর করতে কুড়িগ্রামে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে এসওএস চিলড্রেনস ভিলেজেসের উদ্যোগে এসওএস কুড়িগ্রাম হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি, মনোসামাজিক সমস্যার প্রাথমিক শনাক্তকরণ এবং প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে বিভিন্ন পর্যায়ের কমিউনিটি স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

এসওএস পরিবার শক্তিশালীকরণ প্রকল্পের কো-অর্ডিনেটর মকলেছুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সাজ্জাদ হোসেন। কর্মশালায় কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট (সিএফই) কর্মসূচির বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এসওএস পরিবার শক্তিশালীকরণ প্রকল্প, কুড়িগ্রামের আওতায় বাস্তবায়িত এ প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও পরিবারগুলো দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবে।

এ সময় এসওএস-এর কর্মকর্তা রিয়াজ উদ্দিন ও ফাহমিদা হামিদসহ স্বেচ্ছাসেবক রাশেদ, রফিকুল, তাজমিন ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এমআর/সবা