০২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন মাসুদ ইব্রাহিম

জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ১৬ মাস গুম হওয়া আলোচিত নেতা মাসুদ ইব্রাহিম।

মাসুদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। স্কুলজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক ছাড়াও যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তারেক পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মনোনয়নপত্র কেনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ ইব্রাহিম বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছর তিনি কারাগারে ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে দীর্ঘ সময় জেল খাটতে হয়েছে। এ আন্দোলনের সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তিনি আরও বলেন, আন্দোলন করতে গিয়ে তাকে ১৬ মাস গুম করে রাখা হয় এবং সে সময় তার ওপর ব্যাপক শারীরিক নির্যাতন চালানো হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে এখনো তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। সেই নির্যাতনের ক্ষত আজও তিনি বহন করছেন।

মাসুদ ইব্রাহিম বলেন, “আমি জামালপুরের সন্তান। ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে জনগণের পাশে থেকে সেবা করতে চাই। আগামীর স্মার্ট ও সমৃদ্ধ জামালপুর গড়াই আমার লক্ষ্য। নির্বাচিত হলে প্রথমেই যুবকদের বেকারত্ব দূর করা এবং মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার উদ্যোগ নেব।”

তিনি মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে জামালপুর সদরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনলেন মাসুদ ইব্রাহিম

আপডেট সময় : ০৪:৫৬:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ১৬ মাস গুম হওয়া আলোচিত নেতা মাসুদ ইব্রাহিম।

মাসুদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। স্কুলজীবন থেকেই তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের প্রচার সম্পাদক ছাড়াও যুবদল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তারেক পরিষদের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মনোনয়নপত্র কেনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাসুদ ইব্রাহিম বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে ২০১২ সাল পর্যন্ত চার বছর তিনি কারাগারে ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণে তাকে দীর্ঘ সময় জেল খাটতে হয়েছে। এ আন্দোলনের সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

তিনি আরও বলেন, আন্দোলন করতে গিয়ে তাকে ১৬ মাস গুম করে রাখা হয় এবং সে সময় তার ওপর ব্যাপক শারীরিক নির্যাতন চালানো হয়। মাথায় গুরুতর আঘাতের কারণে এখনো তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। সেই নির্যাতনের ক্ষত আজও তিনি বহন করছেন।

মাসুদ ইব্রাহিম বলেন, “আমি জামালপুরের সন্তান। ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে জনগণের পাশে থেকে সেবা করতে চাই। আগামীর স্মার্ট ও সমৃদ্ধ জামালপুর গড়াই আমার লক্ষ্য। নির্বাচিত হলে প্রথমেই যুবকদের বেকারত্ব দূর করা এবং মাদকমুক্ত জামালপুর গড়ে তোলার উদ্যোগ নেব।”

তিনি মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে বিজয়ের আশাবাদ ব্যক্ত করে জামালপুর সদরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এমআর/সবা