লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে। অভিযানের সময় তার সঙ্গে থাকা আরও দুইজন পলাতক হয়ে যায়।
শুক্রবার ভোরে পঁয়ষট্টিবাড়ি বিওপির টহল দল তাকে আটক করে। স্থানীয় সূত্রে জানা গেছে, আতিক হাসান পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন, তবে ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছিল।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট এলাকায় সন্দেহভাজন কয়েকজনের উপস্থিতি টের পেয়ে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) একটি টহল দল অভিযান চালায়। ধাওয়ার পর আতিককে আটক করা সম্ভব হয়, তবে তার সঙ্গে থাকা দুইজন পালিয়ে যান।
আটকের সময় আতিকের কাছ থেকে জব্দ করা হয় ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল। স্থানীয়রা ধারণা করছেন, সে শ্রীরামপুর সীমান্ত দিয়ে ভারতে চোরাচালান কার্যক্রমে যুক্ত থাকার সময় বিজিবির হাতে ধরা পড়েছে।
পাটগ্রাম পৌর শাখার আমির সোহেল রানা জানান, আতিক হাসান একসময় ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বর্তমানে তার সংগঠনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবি বাদী হয়ে আতিক হাসানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে এবং তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
বিজিবি জানিয়েছে, পলাতক থাকা দুই আসামি মো. জুলফিকার আলী (৩৫) ও মো. রহিদুল (৪২)-এর পূর্ণাঙ্গ ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধেও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/সবা























