০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির উদ্দেশ্যে অনুষ্ঠিত হলো ‘হৈরোল ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবার পরীক্ষাটি আধুনিক MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে সম্পন্ন হয়। মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তের মোট ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এতে অংশ নেন। এর মধ্যে চতুর্থ শ্রেণীর ১০৭ জন এবং পঞ্চম শ্রেণীর ৯৪ জন, মিলিয়ে মোট ২০১ জন পরীক্ষার্থী তাদের মেধার লড়াইয়ে অংশগ্রহণ করেন।

এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং প্রাথমিক স্তর থেকেই পরীক্ষার ভীতি দূর করতে সহায়তা করে। অংশগ্রহণকারী একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, “এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাভাবনায় দক্ষ করে তোলে।”

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা অনুরাগীরা। তারা হৈরোল ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, “সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি পর্যায়ের এই মেধা যাচাই কার্যক্রম তৃণমূলের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।”

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কনথৌজম শিল্পী জানান, “শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

আত্মীয়দের কাছে অভিভাবক, জনতার কাছে আপসহীন নেত্রী খালেদা জিয়া

কমলগঞ্জে হৈরোল ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২০:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কোমলমতি শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরির উদ্দেশ্যে অনুষ্ঠিত হলো ‘হৈরোল ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, উৎসবমুখর পরিবেশে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এবার পরীক্ষাটি আধুনিক MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) পদ্ধতিতে সম্পন্ন হয়। মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্তের মোট ৩৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এতে অংশ নেন। এর মধ্যে চতুর্থ শ্রেণীর ১০৭ জন এবং পঞ্চম শ্রেণীর ৯৪ জন, মিলিয়ে মোট ২০১ জন পরীক্ষার্থী তাদের মেধার লড়াইয়ে অংশগ্রহণ করেন।

এই ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং প্রাথমিক স্তর থেকেই পরীক্ষার ভীতি দূর করতে সহায়তা করে। অংশগ্রহণকারী একাধিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, “এ ধরনের পরীক্ষা শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও যৌক্তিক চিন্তাভাবনায় দক্ষ করে তোলে।”

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষা অনুরাগীরা। তারা হৈরোল ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে বলেন, “সরকারি বৃত্তির পাশাপাশি বেসরকারি পর্যায়ের এই মেধা যাচাই কার্যক্রম তৃণমূলের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।”

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কনথৌজম শিল্পী জানান, “শীঘ্রই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও বৃত্তি প্রদান করা হবে।”

এমআর/সবা