০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের ৬ আসনে ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা এবং আটটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, বাসদ ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশনের আংশিক) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এছাড়া বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

এদিকে মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও জাতীয় পার্টির একাধিক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিধি অনুযায়ী মিছিল ও শোডাউন নিষিদ্ধ থাকলেও বেশিরভাগ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় শোডাউন করেছেন। এমনকি প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকার নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয়নি।

অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে শেষ দিনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রংপুর-১ আসনে ৯ জন, রংপুর-২ আসনে ৫ জন, রংপুর-৩ আসনে ১০ জন, রংপুর-৪ আসনে ১০ জন, রংপুর-৫ আসনে ১১ জন এবং রংপুর-৬ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

রংপুরের ৬ আসনে ৫৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৩:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা এবং আটটি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। মনোনয়ন দাখিলকারীদের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, বাসদ ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশনের আংশিক) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এছাড়া বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

এদিকে মনোনয়নপত্র দাখিলের সময় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও জাতীয় পার্টির একাধিক প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিধি অনুযায়ী মিছিল ও শোডাউন নিষিদ্ধ থাকলেও বেশিরভাগ প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চত্বর ও আশপাশের এলাকায় শোডাউন করেছেন। এমনকি প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকার নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয়নি।

অভিযোগ উঠলেও সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৬১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে শেষ দিনে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে রংপুর-১ আসনে ৯ জন, রংপুর-২ আসনে ৫ জন, রংপুর-৩ আসনে ১০ জন, রংপুর-৪ আসনে ১০ জন, রংপুর-৫ আসনে ১১ জন এবং রংপুর-৬ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শু/সবা