ঈদগাঁও থানার অভিযানে একাধিক মাদক মামলার তালিকাভুক্ত একজন নারী মাদক ব্যবসায়ীকে ২০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বর রাত ১০.১০ মিনিটে কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা গ্রামের হাছিনা পাহাড় এলাকার আছিয়া খাতুনের বসত বাড়ি থেকে পারভীন আক্তার (৩৮) নামে ওই নারীকে আটক করা হয়। পারভীন আক্তার উক্ত এলাকার জাফর আলমের স্ত্রী এবং পিতা আব্দুল গফুর।
গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ লিটার দেশীয় চোলাই মদ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ হাজার টাকা।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানিয়েছেন, পারভীন আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১, তারিখ- ১/১/২৬ খ্রিঃ, ধারা ৩৬ (১) সারণির ২৪ (খ)।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক এফআইআর ও জি আর মামলা রয়েছে। সেগুলি হলো:
১.ঈদগাঁও থানার এফআইআর নং-৫, তারিখ- ৫/১/২৫; জি আর নং-৫/২৫; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)।
২.রামু থানার এফআইআর নং-৬৮/১৩৯, তারিখ- ২৮/৩/২১; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)/৩৮।
৩.ঈদগাঁও থানার এফআইআর নং-১৫, তারিখ- ১৯/৮/২৫; জি আর নং-৯০/২৫; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)।
৪.ঈদগাঁও থানার এফআইআর নং-৯, তারিখ- ১৬/১০/২৩; জি আর নং-১১/৮/২৩; ধারা- ৩৬ (১) সারণির ২৪ (খ)/৪১।
গ্রেফতারের পর পারভীন আক্তারকে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
শু/সবা




















