বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবার অংশ নিয়ে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে নোয়াখালী। তাতে হারের হেক্সা সম্পন্ন হয়েছে নোয়াখালীর।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রান তোলে নোয়াখালী। জবাবে ৬ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় রাজশাহীর।
রান তাড়া করতে নেমে রাজশাহীকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান তামিম মিলে ৫ ওভারে করেন ৪৭ রান। ২১ রান করে আউট হন তানজিদ। শান্ত ফেরেন ১ রান করে। আর মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান। ওয়াসিম ৩৫ বলে ৬০ রান করে আউট হন। এরপর ৯ রানে ইয়াসির রাব্বী ও ৮ রানে এসএম মেহেরব আউট হন। তানজিম হাসান সাকিবকে নিয়ে জয় নিশ্চিত করেন রায়ান বার্ল। ১৯ রানে বার্ল ও ১ রানে তানজিম অপরাজিত থাকেন।
তার আগে ব্যাট করতে নেমে নোয়াখালী পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও ৪১ রান তোলে। দলীয় ৫৭ রানে দীপুর বিদায়ে ওপেনিং জুটি ভাঙে। ২৮ বলে ৩০ রান করা এই ব্যাটারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রিপন মণ্ডল। শান্তর বলে মেরে খেলতে গিয়ে পেছনে ক্যাচ দিয়েছেন মাজ সাদাকাত (১৩ বলে ৭)। সৌম্য সরকার ৪৩ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৫৯ রান করেন। এছাড়া মোহাম্মদ নবি ২৬ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩৫ রান এবং মাহিদুল ইসলাম অঙ্কন ৫ বলে ১০ রান করেন। সব মিলিয়ে লড়াইয়ের পুঁজি পায় নোয়াখালী।
এমআর/সবা
























