বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের তত্বাবধানে ও বাগীশিক ফটিকছড়ি উপজেলা সংসদের সার্বিক সহযোগিতায় বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০২৫ গত (০৯ জানুয়ারি) শুক্রবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলায় ৩টি কেন্দ্রে সর্বমোট প্রায় ১৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজও কলেজিয়েট উচ্চ বিদ্যালয় নারায়নহাট। বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষায় নিম্নোক্ত বিভাগ ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় অংশ গ্রহণ করেন-
প্রাক-প্রাথমিক কর্মষঠক-১ম বর্ষ কর্মষঠক-২য় বর্ষ ও ৩য় বর্ষ বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা।
উক্ত পরীক্ষায় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি( বাগীশিক) ফটিকছড়ি উপজেলা সংসদের সভাপতি শ্রী মানস চক্রবর্তী , সিনিয়র সহ-সভাপতি -শ্রী রূপক দে, শ্রী সুমন কুমার বনিক , শ্রী ডা.সুব্রত কুমার চৌধুরী, শ্রী রোটারিয়ান জুয়েল চক্রবর্তী, ফটিকছড়ি পৌরসভা সংসদ এর সকল স্তরের নেতৃবৃন্দ, নাজিরহাট পৌরসভার সংসদের সকল স্তরের নেতৃবৃন্দ, ফটিকছড়ি পৌরসভা পূজা উদযাপন পরিষদ এর সকল স্তরের নেতৃবৃন্দ, পাইন্দং ইউনিয়ন সংসদ এর সকল স্তরের নেতৃবৃন্দ, কাঞ্চননগর ইউনিয়ন সংসদ এর সকল স্তরের নেতৃবৃন্দ, লেলাং ইউনিয়ন সংসদ এর সকল স্তরের নেতৃবৃন্দ, নানুপুর ইউনিয়ন সংসদ এর সকল স্তরের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
শু/সবা























