০৬:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ বলে নাটকীয়তা, রাজশাহীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ বলে নাটকীয় জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচের ফল নির্ধারিত হয় শেষ বলে। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান—মাথা ঠান্ডা রেখে সেই রান নিয়ে ২ উইকেটে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন হাসান নেওয়াজ। সাত ম্যাচে পঞ্চম জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করলো চট্টগ্রাম।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। দলীয় ২১ রানে ১৪ বলে ১৯ রান করা ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে বোল্ড করেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম। এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি রাজশাহী।

নাজমুল হোসেন শান্ত (৭) ও তানজিদ হাসান তামিম (৭) দুজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মেহরব। এছাড়া আকবর আলী ১৭, মুশফিকুর রহিম ১৫ এবং তানজিম হাসান সাকিব ১৪ রান যোগ করেন। নির্ধারিত ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান।

লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রামও শুরু থেকেই চাপে পড়ে। দলীয় ৬৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা। তবে টেস্ট মেজাজে খেলে একপ্রান্ত আগলে রাখেন হাসান নেওয়াজ। শেষ পর্যন্ত তিনি ৩৫ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

এ ছাড়া অধিনায়ক শেখ মেহেদি ২৫ বলে ২৮ রান করেন। আসিফ আলী ২৫ বলে ২৭ এবং অ্যাডাম রসিংটন করেন ১৭ রান।

শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০ রান। রাজশাহীর পেসারদের বোলিং কোটা শেষ হয়ে যাওয়ায় দায়িত্ব দেওয়া হয় স্পিন অলরাউন্ডার মেহরবকে। ইনিংসের ২০তম ওভারের প্রথম তিন বলে একটি বাউন্ডারিসহ ৮ রান দিলেও পরের দুই বলে ডট বল করেন তিনি। ফলে ম্যাচ গড়ায় শেষ বলে, যেখানে প্রয়োজনীয় ২ রান তুলে নিয়ে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন হাসান নেওয়াজ।

এই জয়ে ৭ ম্যাচে ৫টি জয় নিয়ে ১০ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী ওয়ারিয়র্স রয়েছে দ্বিতীয় স্থানে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

শেষ বলে নাটকীয়তা, রাজশাহীকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম

আপডেট সময় : ০৬:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লো স্কোরিং ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ বলে নাটকীয় জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচের ফল নির্ধারিত হয় শেষ বলে। শেষ বলে প্রয়োজন ছিল ২ রান—মাথা ঠান্ডা রেখে সেই রান নিয়ে ২ উইকেটে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন হাসান নেওয়াজ। সাত ম্যাচে পঞ্চম জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করলো চট্টগ্রাম।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রাজশাহী। দলীয় ২১ রানে ১৪ বলে ১৯ রান করা ওপেনার মোহাম্মদ ওয়াসিমকে বোল্ড করেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম। এরপর আর কোনো বড় জুটি গড়তে পারেনি রাজশাহী।

নাজমুল হোসেন শান্ত (৭) ও তানজিদ হাসান তামিম (৭) দুজনই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মেহরব। এছাড়া আকবর আলী ১৭, মুশফিকুর রহিম ১৫ এবং তানজিম হাসান সাকিব ১৪ রান যোগ করেন। নির্ধারিত ওভার শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান।

লক্ষ্য তাড়ায় নেমে চট্টগ্রামও শুরু থেকেই চাপে পড়ে। দলীয় ৬৮ রানের মধ্যেই ৫ উইকেট হারায় তারা। তবে টেস্ট মেজাজে খেলে একপ্রান্ত আগলে রাখেন হাসান নেওয়াজ। শেষ পর্যন্ত তিনি ৩৫ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন।

এ ছাড়া অধিনায়ক শেখ মেহেদি ২৫ বলে ২৮ রান করেন। আসিফ আলী ২৫ বলে ২৭ এবং অ্যাডাম রসিংটন করেন ১৭ রান।

শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০ রান। রাজশাহীর পেসারদের বোলিং কোটা শেষ হয়ে যাওয়ায় দায়িত্ব দেওয়া হয় স্পিন অলরাউন্ডার মেহরবকে। ইনিংসের ২০তম ওভারের প্রথম তিন বলে একটি বাউন্ডারিসহ ৮ রান দিলেও পরের দুই বলে ডট বল করেন তিনি। ফলে ম্যাচ গড়ায় শেষ বলে, যেখানে প্রয়োজনীয় ২ রান তুলে নিয়ে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন হাসান নেওয়াজ।

এই জয়ে ৭ ম্যাচে ৫টি জয় নিয়ে ১০ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী ওয়ারিয়র্স রয়েছে দ্বিতীয় স্থানে।

এমআর/সবা