ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালক সুমিত দাস (২৯) নামে এক যুবককে লাশ উদ্ধার করেছে পুলিশ। দূর্বৃত্তরা নৃশংসভাবে সুমিত কে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিণ করিমপুর এলাকার মুহুরী বাড়ির পাশে পাকা রাস্তার পাশে জমি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত সুমিত দাস ফাজিলের ঘাট জেলে বাড়ি এলাকার বাসিন্দা।
রামানন্দপুর ফাজিলের ঘাট জেলে বাড়ি ও বাসিন্দা কার্তিক দাস ও রিনা রানী দাসের পুত্র।
শু/সবা























