০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে মুসলিমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৭টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। মুসলিমা আক্তার বিনোদরচর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুসলিমা আক্তার সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন। বিষপানের বিষয়টি জানাজানি হলে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বেলা ১১ টার দিকে মুসলিমা আক্তারের মৃত্যু হয়।

বিষপানে মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে এলাকায় বিভিন্ন ধরণের গুঞ্জন শুরু হয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ রাত ৭টার দিকে মুসলিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিষপানে মৃত্যুর বিষয়ে নানা গুঞ্জন শুরু হওয়ায় মুসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর বলা যাবে এই মৃত্যু কেন হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

জামালপুরে মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে মুসলিমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) রাত ৭টার দিকে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামের নিজ বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়। মুসলিমা আক্তার বিনোদরচর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুসলিমা আক্তার সকাল ৯ টার দিকে নিজ বাড়িতে সবার অজান্তে বিষপান করেন। বিষপানের বিষয়টি জানাজানি হলে বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বেলা ১১ টার দিকে মুসলিমা আক্তারের মৃত্যু হয়।

বিষপানে মৃত্যুর ঘটনাটি জানাজানি হলে এলাকায় বিভিন্ন ধরণের গুঞ্জন শুরু হয়। পরে বকশীগঞ্জ থানা পুলিশ রাত ৭টার দিকে মুসলিমার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিষপানে মৃত্যুর বিষয়ে নানা গুঞ্জন শুরু হওয়ায় মুসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর বলা যাবে এই মৃত্যু কেন হয়েছে।

শু/সবা