১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যমুনা নদীতে ইলিশ শিকার,১৫ জেলের ১০ দিনের কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন করার দায়ে ১৫ জনকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ কারাদণ্ড প্রদান করেন।

আজ বুধবার (২৫ অক্টোবর) সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন উপজেলার আওতাধীন যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় হস্তান্তর করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে তাদের এ কারাদন্ড দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এ সময় চৌহালী উপজেলা মৎস্য শামীম রেজা, থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

যমুনা নদীতে ইলিশ শিকার,১৫ জেলের ১০ দিনের কারাদন্ড

আপডেট সময় : ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন করার দায়ে ১৫ জনকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ কারাদণ্ড প্রদান করেন।

আজ বুধবার (২৫ অক্টোবর) সকালে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন উপজেলার আওতাধীন যমুনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানায় হস্তান্তর করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এর অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করে তাদের এ কারাদন্ড দেয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

এ সময় চৌহালী উপজেলা মৎস্য শামীম রেজা, থানা পুলিশ, নৌ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।