সীমান্তে নজরদারি জোরদার, চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন পূর্ব সাড়ডুবী নতুন বিওপি’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে রংপুর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর আওতাধীন এই নতুন বিওপির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কর্নেল এস এম শফিকুর রহমান পিবিজি এম এস বিজি ও এম পিএসসি, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোঃ মুসাহিদ মাসুম, ও লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বড়খাতা ও সিঙ্গীমারী বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় সীমান্ত সুরক্ষার স্বার্থে পূর্ব সাড়ডুবী এলাকায় নতুন এই বিওপি স্থাপন করা হয়েছে। এতে সীমান্ত এলাকায় নজরদারি আরও কার্যকর হবে।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
মূল অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথির উপস্থিতিতে ৬১ বিজিবির পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। এসময় প্রধান অতিথি ফলজ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং শেষে নতুন বিওপি পরিদর্শন করেন।
শু/সবা























