বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বলং হামারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সদর জোন ৩০ বীর-এ আওতাধীন ভাইবোন ছড়া ক্যাম্পের আয়োজনে শিক্ষা উপকরণ বিতরণ করেন খাগড়াছড়ি সদর জোনের লেফটেন্যান্ট মোঃ নাহিদ হাসান।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা বজায় রেখে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য উৎসাহ দেন।
শিক্ষা সামগ্রী বিতরণের পর অত্র এলাকার শিব মন্দির পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি ও সার্বিক অবস্থা খতিয়ে দেখা হয় এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করা হয়।
শু/সবা























