পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশে আপাতত ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (১৪ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা জানান, নির্বাচনের আগে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যাদের বাংলাদেশে আসার প্রয়োজন তারা ভিসা নিয়ে আসবেন।
ভারতীয়দের জন্য বাংলাদেশে ভিসা চালু করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ভিসা বন্ধ রাখা হয়েছে। বিশেষ পরিস্থিতিতে এটা করা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে আগামী ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত একমাস বাংলাদেশ ‘অন অ্যারাইভাল ভিসা’ বন্ধ থাকবে।
এমআর/সবা

























