পাবনা প্রতিনিধি
পাবনায় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা, কালো
পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহম্মদ রেজাউল রহিম লাল, পৌর আওয়ামী
লীগের সভাপতি তসলিম হাসান সুমন, আওয়ামীলীগ নেতা বিজয় ভুষন রায়, আলহাজ্ব কামিল হোসেন প্রমুখ। পরে স্বরণ সভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়।
এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র্যালী ও স্বরণ সভার মাধ্যমে দিবসটি পালন করেছে।





















