কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে গেল ৫ নভেম্বর রাত দেড়টার দিকে সন্ত্রাসী হামলার শিকার হন শহিদুল ইসলাম সোহাগ (৩৫) নামের এক সাংবাদিক। ওই দিন দুপুরে আহত সাংবাদিক অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। তবে এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারই প্রতিবাদে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে উপজেলা পরিষদের সামনে দৌলতপুর-থানার মোড় প্রধান সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা ।
এসময় সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে বলেন, দৌলতপুর প্রেসক্লাবের সদস্য শহিদুল ইসলাম সোহাগের উপর সন্ত্রাসী হামলার ঘটনা দুই সপ্তাহ পার হলেও হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই অবিলম্বে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। না হলে আরো বৃহত্তর ও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো বলে বক্তব্যে উল্লেখ করেন নেতারা ।
এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল হাসান বলেন, মামলাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
উল্লেখ্য গত ৫ নভেম্বর রাত দেড়টার দিকে নিজ বাসার সামনে ৩টি মোটরসাইকেল করে আসা হেলমেট ধারি ৮ থেকে ৯ জন সন্ত্রাসী লোহার রড ও ধারাল অস্ত্রের আঘাতে গুরুত্বর আহত হন সোহাগ। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাংবাদিক শহিদুল ইসলাম সোহাগ সদর ইউনিয়নের মানিক দিয়াড় গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে ও দৈনিক প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি।




















