০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ও  টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

কিশোরগঞ্জে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকালে করিমগঞ্জ-চামড়া সড়কে দফায় দফায় মিছিল হয়। এ সময় মিছিলকারীরা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিলের দা‌বি জানান।

করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং করিমগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাজী আশরাফ হোসেন পাভেল এসব মিছিলে নেতৃত্ব দেন। মিছিলকারীরা ওই সড়কের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে ও আশপাশের এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেন। এ সময় সড়ক অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

জেলা শহরের হয়বতনগর খিদমাহ হসপিটালের সামনে বেলা ১১টার দিকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। সকাল ৯টায় জেলা শহরের পুরানথানা এলাকায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ সুমনের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়।

হরতালে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। চলাচল কর‌ছে ছোট ছোট যানবাহন। শহরে দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা ছিল সীমিত।

জনপ্রিয় সংবাদ

বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় ইবি ছাত্রদলের দোয়া মাহফিল

কিশোরগঞ্জে সড়কে গাছের গুঁড়ি ও  টায়ার জ্বালিয়ে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় : ০৮:৩২:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

কিশোরগঞ্জে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছে বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার (২০ নভেম্বর) সকালে করিমগঞ্জ-চামড়া সড়কে দফায় দফায় মিছিল হয়। এ সময় মিছিলকারীরা অবিলম্বে ঘোষিত তফসিল বাতিলের দা‌বি জানান।

করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন এবং করিমগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক হাজী আশরাফ হোসেন পাভেল এসব মিছিলে নেতৃত্ব দেন। মিছিলকারীরা ওই সড়কের নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে ও আশপাশের এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করেন। এ সময় সড়ক অবরোধের কারণে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া জোলার বেশকিছু স্থানে রাস্তায় হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

জেলা শহরের হয়বতনগর খিদমাহ হসপিটালের সামনে বেলা ১১টার দিকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার শহীদের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। সকাল ৯টায় জেলা শহরের পুরানথানা এলাকায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাঈদ সুমনের নেতৃত্বে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করা হয়।

হরতালে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। দূরপাল্লার বাস চলাচল বন্ধ র‌য়ে‌ছে। চলাচল কর‌ছে ছোট ছোট যানবাহন। শহরে দোকানপাট খোলা থাকলেও বেচাকেনা ছিল সীমিত।