১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরের তিন আসনে আট প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই চলছে। প্রথমদিনের বাছাইয়ে জামালপুরের ৩টি আসনে ৮জনের মনোনয়ন বাতিল করেছে করা হয়েছে।

রবিবার (০৩ ডিসেম্বর) দুপরে দাখিলকৃত মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর অসঙ্গতি ও ভুল তথ্য দেওয়ায় জামালপুরের তিনটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র চার প্রার্থীসহ আট প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।

মনোনয়ন বাতিল হওয়া আটজনের মধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের যাচাই কার্যক্রম সঠিক না থাকায় এবং দুইজন প্রার্থীর হলফনামা সঠিকভাবে দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।

 

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১, ২ ও ৩ নম্বর আসনে ১৮ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলর করেন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী এক শতাংশ ভোটার যাচাই কার্যক্রম, সেটা সঠিক না থাকার কারনে ৬ প্রার্থী ও হলফনামা সঠিকভাবে দাখিল না করার কারণে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদের মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে স্বতন্ত্র (আওয়ামী লীগ) জিয়াউল হক, তৃণমুল বিএনপির গোলাম মোস্তফা ও স্বতন্ত্র (বিএনপি) মাহাবুবুল হাসানসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র (আওয়ামী লীগ) মো. শাহজাহান আলী মন্ডল,

এ এস এম শাহীনুজ্জামান ও জিয়াউল হক জিয়া, জাকের পার্টির মো. আব্দুল হালিম মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান আরও বলেন, ‘তিন আসনের ১৮টি মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে ১০ প্রার্থীও মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আর ৮টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’

জনপ্রিয় সংবাদ

জামালপুরের তিন আসনে আট প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

জামালপুর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়ন যাচাই বাছাই চলছে। প্রথমদিনের বাছাইয়ে জামালপুরের ৩টি আসনে ৮জনের মনোনয়ন বাতিল করেছে করা হয়েছে।

রবিবার (০৩ ডিসেম্বর) দুপরে দাখিলকৃত মনোনয়পত্র যাচাই-বাছাইয়ের পর অসঙ্গতি ও ভুল তথ্য দেওয়ায় জামালপুরের তিনটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র চার প্রার্থীসহ আট প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।

মনোনয়ন বাতিল হওয়া আটজনের মধ্যে ছয়জন স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের যাচাই কার্যক্রম সঠিক না থাকায় এবং দুইজন প্রার্থীর হলফনামা সঠিকভাবে দাখিল না করায় তাদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার মো. শফিউর রহমান।

 

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর ১, ২ ও ৩ নম্বর আসনে ১৮ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিলর করেন। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রে নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী এক শতাংশ ভোটার যাচাই কার্যক্রম, সেটা সঠিক না থাকার কারনে ৬ প্রার্থী ও হলফনামা সঠিকভাবে দাখিল না করার কারণে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদের মধ্যে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে স্বতন্ত্র (আওয়ামী লীগ) জিয়াউল হক, তৃণমুল বিএনপির গোলাম মোস্তফা ও স্বতন্ত্র (বিএনপি) মাহাবুবুল হাসানসহ তিন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র (আওয়ামী লীগ) মো. শাহজাহান আলী মন্ডল,

এ এস এম শাহীনুজ্জামান ও জিয়াউল হক জিয়া, জাকের পার্টির মো. আব্দুল হালিম মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়েছে। অপরদিকে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র নুরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান আরও বলেন, ‘তিন আসনের ১৮টি মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে ১০ প্রার্থীও মনোনয়নপত্র গৃহীত হয়েছে। আর ৮টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।’