জাহিদুল ইসলাম জাাহিদ, নরসিংদী
নরসিংদীতে পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এরমধ্যে ভোটার তালিকা ১ শতাংশ পূরন না হওয়ায় ও স্বাক্ষরে গড়মিল এবং পৌর কর বকেয়া থাকায় মো. আক্তারুজ্জামান ও মো. মাসুম মৃধা নামের দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম। আক্তারুজ্জামান নরসিংদী-১ (সদর) ও মো. মাসুম মৃধা নরসিংদী-৩ (শিবপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়া নরসিংদী-৩ আসনে গণফোরামের মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমানের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরে গড়মিল থাকায় সন্ধ্যা পৌণে ৬ টা পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি রিটানিং কর্মকর্তা। আজ সোমবার নরসিংদী -৪ ও ৫ আসনের মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ধার্য করা হয়েছে।
নরসিংদী-১ (সদর) আসনে মো. আক্তারুজ্জামান নামের এক স্বতন্ত্র মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির ওমর ফারুক মিঞা, জাকের পার্টির মো. আওলাদ হোসেন মোল্লা, তরিকত ফেডারেশন বিটিএফের মো. ছবির মিয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহাজাহান মিঞা, বাংলাদেশ কংগ্রেস পার্টির মো. ইকবাল হোসেন ভূঞা, তৃণমূল বিএনপির মো. জলিল সরকার, স্বতন্ত্র থেকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. কামরুজ্জামান, মো. জাকারিয়া। বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মো. আক্তারুজ্জামানের কোন দলীয় পদ না থাকলেও তিনি আওয়ামী লীগের সমর্থক ছিলেন।
নরসিংদী -২ (পলাশ ও সদরের একাংশ) আসনের বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের জায়েদুল কবির, জাতীয় পার্টির এ. এন. এম রফিকুল আলম সেলিম, স্বতন্ত্র থেকে সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য আলতামাশ কবির, আফরোজা সুলতানা। এরমধ্যে আফরোজা বর্তমান সংসদ সদস্যের স্ত্রী ও পোটন আপন ছোট ভাই।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে মো. মাসুম মৃধা নামের একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আর গণফোরামের মনোনীত প্রার্থীর মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষরে গড়মিল থাকায় মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। আর বৈধ প্রার্থী হলেন, আওয়ামী লীগের ফজলে রাব্বি খান, জাতীয় পার্টির এ এস এম জাহাঙ্গীর পাঠান, তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মন, ইসলামী ঐক্যফ্রন্টের মুহাম্মদ নূরুজ্জামান, ন্যাশনাল পিপলস পার্টির ডা. মো. আলতাফ হোসেন, গণ ফোরামের মোহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ সুপ্রীম পার্টির মীরানা জাফরিন চৌধুরী, স্বতন্ত্র থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা, তাঁর স্ত্রী ও শিবপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলাম।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. বদিউল আলম সন্ধ্যা পৌণে ৬ টায় কালের কণ্ঠকে বলেন, নরসিংদী- ১ আসনে মো. আক্তারুজ্জামান নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ওনার ভোটারের তালিকা থাকলেও ১ শতাংশ পূরন না হওয়ায় এবং পৌর কর বকেয়া থাকায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। আর নরসিংদী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মাসুম মৃধার ভোটার তালিকায় স্বাক্ষর গড়মিল থাকায় বাতিল করা হয়েছে। আর গণফোরামের মনোনীত প্রার্থীর দলীয় প্রধানের স্বাক্ষর গড়মিল থাকায় আপাতত আমরা কোন সিদ্ধান্ত নিতে না পারায় আপাতত স্থগিত রাখা হয়েছে। আমরা নির্বাচন কমিশনে যাচাই বাছাইের জন্য চিঠি পাঠিয়েছি। চিঠির উত্তর আসলেই সিদ্ধান্ত নিতে পারবো।


























