মহান বিজয় দিবস উপলক্ষে চাটখিল উপজেলা আ’লীগের প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এইচ এম ইব্রাহিম এমপি’র পক্ষ থেকে, মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে চাটখিল উপজেলা আ’লীগের প্রস্তুতি সভা।
১৩ ই ডিসেম্বর বুধবার সন্ধায় ইব্রাহিম এমপি’র বাসভবনে উপজেলা আ’লীগের সহ – সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সাকিল, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা আ’লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, উপজেলা আ’লীগের সাবেক সহ – সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম বাকী বিল্লাহ, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুন, চাটখিল পৌরসভার সাবেক আ’লীগের সভাপতি বজলুর রহমান (ভিপি লিটন) সহ উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ,চাটখিল উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সহ উপজেলা আ’লীগে নেতৃবৃন্দের বক্তব্য বলেন গত ১২ ডিসেম্বর উপজেলা আ’লীগে সভাপতি নৌকা বিপক্ষে অবস্থান নেওয়ায় আমরা আ’লীগের মনোনীত প্রার্থীর বিরোধী পক্ষের সাথে আলোচনায় বসা যায় না বলে মন্তব্য করেন।





















