নোয়াখালী-১ নির্বাচনী এলাকায় নাশকতার সৃষ্টির উদ্দেশ্যে গোপন মিটিং চলাকালীন সময়ে পিস্তলের গুলিতে ওমর ফারুক দিদার (৪৫)নামে ১ সন্ত্রাসী আহত হয়েছে। দিদার উপজেলার ৫নং মোহাম্মদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মুস্তাফা মেম্বারের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মলনমুড়ি গ্রামের জাগরনী যুব সংঘ ক্লাবে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে বৃহস্পতিবার সন্ধ্যায় ওমর ফারুক দিদার, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদ উল্যা, জহির উদ্দিন পলাশ, কামাল হোসেন সহ ১৫/২০ জনের ১টি সঙ্গবদ্ধ দল নির্বাচনে নাশকতা সৃষ্টি এবং সরকার দলীয় লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করে এলাকাবাসীকে জিম্মি করার পরিকল্পনা করছিল। এমন সময় দিদারের পকেটে থাকা অবৈধ পিস্তল নাড়াচাড়া করতে গিয়ে তার পা গুলিবিদ্ধ হয় এবং মারাত্মকভাবে আহত হয়। বিষয়টি থানা পুলিশ অবগত হলে পুলিশ ঘটনাস্থলে পৌছে, এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায় পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা, রক্তাক্ত প্যান্টসহ আলামত জব্দ করে এবং জাগরনী যুব সংঘ ক্লাব তালা মেরে বন্ধ করে দেয়। এই ঘটনার পর এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারদলীয় একজন নেতা জানান এখানে একজন প্রভাবশালী ব্যক্তি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন, তিনি এই এলাকায় ৪০থেকে ৫০টি অবৈধ অস্ত্র কিনে নির্বাচনে নাশকতা সৃষ্টি এবং সরকার দলীয় প্রার্থীর পক্ষের লোকজনকে জিম্মি করে রাখার পরিকল্পনাসহ বিভিন্ন নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পরিকল্পনা করছেন।
থানার অফিসার ইনচার্জ ইমদাদুল হক ঘটনা সত্যতা স্বীকার করে জানান এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে।




















