গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাগেরহাট ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইন।
শুক্রবার বেলা বারোটায় তিনি জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। এসময় তার স্ত্রী শেখ সারমিন রিমা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, বাগেরহাট ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন জামিল হোসাইন। নৌকা না পেয়ে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলে সেটা বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আবেদন করে প্রার্থীতা ফিরে পান তিনি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐ আসনে জনগন তাকেই বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আশাবাদী তিনি।






















