ভালুকায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত ও তিন বয়স্ক মহিলা আহত হয়েছেন। ঘটনাটি ১৫ ডিসেম্বর শুক্রবারের। জানা যায়, বিকেলে মারুফ (১৮) নামে এক কলেজ ছাত্র মোটরসাইকেল চালিয়ে উপজেলার উথুরা থেকে নানার বাড়ি ফেরার পথে ভরাডোবা-সাগরদিঘি আঞ্চলিক সড়কের নারাঙ্গী গ্রামের হাইজ্যাক মার্কেট এলাকায় পৌছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় কবলিত হয়। এতে ঘটনাস্থলেই মারুফ মারা যায়।
নিহত মারুফ ত্রিশাল উপজেলার রায়েরগ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। সে ভালুকা উপজেলার বরাইদ গ্রামে তার নানার বাড়িতে থেকে ময়মনসিংহ মিন্টু কলেজে ইন্টারে পড়াশোনা করতো। অন্যদিকে এদিন সকালে ওই সড়কে উপজেলার মেদুয়ারী মুচিরাঘাট নতুন ব্রিজের কাছে যাত্রীবাহী অটোর পিছনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে পাশে ক্ষেতে অটোটি পড়ে যায়। এতে তিন বয়স্ক মহিলা গুরুতর আহত হয়। পরে প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে অন্য একটি অটোতে তুলে হাসপাতালে প্রেরণ কর।
ওসি শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।























