বিএনপি-জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে শহরের শোলাকিয়া এলাকা থেকে শুরু হয়ে পুরান থানা আসার পরপরই পুলিশের ধাওয়ায় মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
জেলা ছাত্রদলের সভাপতি মো. মারুফ মিয়ার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহিবুল্লাহ মামুন, লিমন মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন রাজীব, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ শাওন বাবু, গুরুদয়াল কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব রাহাত ইসলাম সাগরসহ ছাত্রদলের বেশকিছু নেতাকর্মী মিছিলে অংশ নেন।
এছাড়াও জেলার বেশকিছু স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
হরতাল-অবরোধে এখন পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। বর্তমানে শহরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।





















