ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে জাতীয় পার্টির প্রার্থী জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী বলেছেন, সোনাগাজী ও দাগনভুঞা উপজেলার উন্নয়নে পাঁচ বছর কাজ করেছি। আরও অনেক কাজ অসমাপ্ত আছে, এসব অসমাপ্ত কাজ শেষ করতে লাঙ্গল মার্কায় ভোট চাই। সাধারণ ভোটারদের কেন্দ্রে আনতে ঘরে ঘরে গণসংযোগ করতে হবে।
মঙ্গলবার বিকালে সোনাগাজী বিভিন্ন স্থানে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। বিকালে কুঠির হাট বাজার থেকে শুরু হয়ে তাকিয়া বাজার, কাজীর হাট, কারামতিয়া, জমাদার বাজার, মতিগঞ্জ বাজার, কাশ্মীর বাজার, ওলামাবাজার, সোনাগাজী বাজার, মনগাজী বাজার ও ভৈরব চৌধুরী বাজারে গণসংযোগ শেষ করেন তিনি।
এসময় বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন মাসুদ চৌধুরী।
গণসংযোগকালে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহির, যুগ্ন সম্পাদক মোশারফ হোসেন মৃধা, সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
এতে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলা ও বিভিন্ন উপজেলা জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


























