ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধে প্রতিনিয়তই বাড়ছে হচ্ছে ফিলিস্তিনি নারী ও শিশুর নিহতের তালিকা।
ইসরাইলের হামলায় নির্বিচারে ফিলিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধে মানববন্ধন করেছে দিনাজপুর স্কুল অব লিবারেটরসের শিক্ষার্থীরা।
দিনাজপুর শিল্পকলা একাডেমীতে চত্বরে বুধবার (২০ ডিসেম্বর) সকালে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে ওই স্কুলের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এর আগে তারা শহীদ মিনারের সামনে অবস্থান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, ইসরাইলিরা নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে চলেছে। গত ৭০ দিনে ইসরাইলের হামলায় প্রায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। যার ৭০ শতাংশ নারী ও শিশু। এটা কখনোই যুদ্ধ হতে পারে না। এটা আন্তর্জাতিক যুদ্ধ আইনের পরিপন্থী। শীতের রাতেও ফিলিস্তিনিরা খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছে। শিশুদেরসহ সকলের খাদ্য সংকট দেখা দিয়েছে। কোন দেশের পাঠানো সাহায্যের যানবাহন ঠিকমতো প্রবেশ করতে পারছে না। ইসরাইলের শিশুদের উপর হামলার দৃশ্য দেখে কোমলমতি শিক্ষার্থীরা কান্না করেছে। আজকে তারাও এই মানবন্ধনে অংশ নিয়ে ফিলিস্তিনি নারী ও শিশুসহ গণহত্যা বন্ধের দাবি জানিয়েছে। এসময় ফিলিস্তিনিদের উপর ইসরাইলের হামলা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে দিনাজপুর স্কুল অব লিবারেটরসের অধ্যক্ষ এ কে এম জিয়াউল হক সিজার, ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল্লাহ সরকার, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান রুপমসহ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


























