দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্টু ও অবাধ করতে চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে ২৩ ম্যাজিস্ট্রেট ও ৯ সহকারী জজকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের আইন–১ শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিন দায়িত্ব পালন করবেন। এই সময় তারা গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন অনুচ্ছেদের অধীন নির্বাচনী অপরাধসমূহ ফৌজদারি কার্যবিধির ১৯০ (১) ধারায় আমলে নিয়ে তাৎক্ষণিক বিচার করবেন। এছাড়া নির্বাচন সার্বিক ভাবে মনিটরিং করবেন। যাতে ভোট কেন্দ্রে ও কেন্দ্রের বাহিরে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। কেউ বিশৃংখলা করলে, তাৎক্ষণিক তার এ্যাকশন নেয়ার ক্ষমতা অর্পন করা হয়েছে। চট্টগ্রামে নিয়োগ পাওয়াদের মধ্যে রয়েছেন–চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনে সহকারী জজ ফারজানা তাবাসসুম মেরী ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার, চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আওলাদ হোসাইন মোহাম্মদ জোনাইদ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিন, চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোছাইন ও সহকারী জজ তৈয়ব উদ্দিন, চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে সহকারী জজ মুজিবুর রহমান ও মে্ট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব, চট্টগ্রাম–৫ (হাটহাজারী) আসনে ম্যাজিস্ট্রেট আইরিন পারভিন ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম সরোয়ার, চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পুনম ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার, চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা ও সিনিয়র সহকারী জজ মো. হাসান জামান দায়িত্ব পালন করবেন। এছাড়া চট্টগ্রাম–৮ (বোয়ালখালী) আসনে সিনিয়র সহকারী জজ মো. হেলাল উদ্দিন ও সহকারী জজ মোহাম্মদ মোস্তফা, চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) আসনে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ, চট্টগ্রাম–১০ (ডবলমুরিং) আসনে সিনিয়র সহকারী জজ শামসুল আলম ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন, চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার, চট্টগ্রাম–১২ (পটিয়া) আসনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাররাহুম আহমেদ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে, চট্টগ্রাম–১৩ (আনোয়ারা) আসনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূরুল হক ও সহকারী জজ আবদুল মান্নান, চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইসুমা সুলতানা ও সহকারী জজ কামাল উদ্দীন, চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া) আসনে সহকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুব্রত দাশ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এবং চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল হামিদ ও সহকারী জজ কাওসার মাহমুদ।
শিরোনাম
দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে ৩২ ম্যাজিস্ট্রেট ও সহকারী জজ দ্বায়িত্বে
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৬:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- ।
- 127
জনপ্রিয় সংবাদ



















