নোয়াখালী ২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের কাঁচির লড়াই চলছে ।দুই বারের সাংসদ ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশদ আলম সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন মোরশদ আলম। ওই নির্বাচনে তেমন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটযুদ্ধে নেমেছেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান মানিক । তিনি নৌকার প্রার্থী মোরশদ আলমের বিপরীতে লড়ছেন। ২০১৪ সালের নির্বাচনে এমপি হন মোরশদ আলম। তিনি এমপি হয়ে দলীয় নেতাকর্মীদের সাথে তেমন সম্পর্ক না রাখায় এই নির্বাচনে সেটির প্রভাব পড়েছে। তার সাথে উল্লেখযোগ্য দলীয় নেতাকর্মীদের বিভিন্ন অনুষ্ঠানে ও ভোটের মাঠে দেখা যাচ্ছে না। তবে ভোটের মাঠে মোরশেদ আলম তেমন না আসলেও তার পক্ষে কাজ করছেন তার সহোদর শীর্ষ ব্যবসায়ী নেতা জসীম উদ্দিন। তিনি এলাকায় বিভিন্ন সভা-সমাবেশে বড় ভাই এর জন্য ভোট চাচ্ছেন। ভোটারদের ব্যাপক প্রতিশ্রুতিও দিচ্ছেন।
অপর দিকে এই আসনে আতাউর রহমান মানিক কাঁচি প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। তিনিও বিভিন্ন সভা-সেমিনারে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। ওই আসনের অধিকাংশ দলীয় নেতকর্মীরা তার সাথে থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ নেতৃত্বস্থানীয় কর্মীরা একযোগে কাজ করছেন তার পক্ষে।
কয়েকজন ভোটারদের সাথে আলাপকালে জানা যায়, এই আসনে তারা পরিবর্তন চায়। বিগত সময়ে এমপি এলাকায় আসেননি। খোঁজ-খবর নেয়নি। বিভিন্ন সমস্যায় পাশে পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন স্থানীয় ভোটাররা।


























