০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পদটা রেখে স্বতন্ত্রের নির্বাচনে যান- ভালুকায় যুবলীগের বর্ধিত সভায় নৌকার প্রার্থী ধনু

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি বলেছেন, যুবলীগের পদটা রেখে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে যান, পদধারী যদি কোনো লোক কোনো ইউনিয়নে, ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চায়, তাহলে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের উদ্যোগে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ করে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করার কোনো সুযোগ নাই। যদি করেন তাহলে পদটা রেখে পরে যান। তা না হলে মাঠে ঘাটে জনগণ আপনাদের প্রতিহত করবে।
সভায় সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন। তিনি বলেন, টাকার কাছে ভালুকার আদর্শবান যুবলীগ বিক্রি হবেনা। নৌকা, বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা। কাজেই যুবলীগের রাজনীতি করে নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এ সময় অ্যাডভোকেট শওকত আলী, ওমর হায়াত খান নঈম, কাজিম উদ্দিন, কামরুজ্জামান পিন্টু, মকবুল হোসেন পাঠান, ফজলুল আমিন লিটন, শেফালী আক্তার ও জনম মিশ্রীসহ যুবলীগের অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, নেত্রী বলে দিয়েছেন এবার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হবে। এই নির্বাচনে দেশ বিদেশের দৃষ্টি থাকবে। ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিতি বাড়াতে হবে। তাই দলীয় নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হতে দলীয়ভাবে কোনো বাধা নিষেধ নেই। নৌকার প্রার্থীর সঙ্গে সমন্বয়হীনতায় হয়তো যুবলীগের একটা বড় অংশ। তাই আ’লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেনা তারা। ২২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় পৌরসভার জ্ঞানীর মোড় এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলের নেতৃত্বে যুবলীগের একটা বড় অংশ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনের জন্য বর্ধিত সভা করেছে।
এছাড়া ২৩ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মিন্নি মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদের নির্বাচনী ক্যাম্পে কে বা কারা প্লাস্টিকের চেয়ার, তিরপাল ও ছামিয়ানার কাপড় পুড়িয়ে দিয়েছে। আবার নৌকার প্রার্থীর পোস্টার ছেড়ার অভিযোগও শোনা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সামান্তা শারমিনের নতুন বার্তা

পদটা রেখে স্বতন্ত্রের নির্বাচনে যান- ভালুকায় যুবলীগের বর্ধিত সভায় নৌকার প্রার্থী ধনু

আপডেট সময় : ০৭:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহ-১১ ভালুকা আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি বলেছেন, যুবলীগের পদটা রেখে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে যান, পদধারী যদি কোনো লোক কোনো ইউনিয়নে, ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চায়, তাহলে তাদেরকে আপনারা প্রতিহত করবেন। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী যুবলীগের একাংশের উদ্যোগে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ করে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করার কোনো সুযোগ নাই। যদি করেন তাহলে পদটা রেখে পরে যান। তা না হলে মাঠে ঘাটে জনগণ আপনাদের প্রতিহত করবে।
সভায় সভাপতিত্ব করেন যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন। তিনি বলেন, টাকার কাছে ভালুকার আদর্শবান যুবলীগ বিক্রি হবেনা। নৌকা, বঙ্গবন্ধুর মার্কা, শেখ হাসিনার মার্কা। কাজেই যুবলীগের রাজনীতি করে নৌকার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এ সময় অ্যাডভোকেট শওকত আলী, ওমর হায়াত খান নঈম, কাজিম উদ্দিন, কামরুজ্জামান পিন্টু, মকবুল হোসেন পাঠান, ফজলুল আমিন লিটন, শেফালী আক্তার ও জনম মিশ্রীসহ যুবলীগের অনেকেই উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, নেত্রী বলে দিয়েছেন এবার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হবে। এই নির্বাচনে দেশ বিদেশের দৃষ্টি থাকবে। ভোট কেন্দ্রে ভোটাদের উপস্থিতি বাড়াতে হবে। তাই দলীয় নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী হতে দলীয়ভাবে কোনো বাধা নিষেধ নেই। নৌকার প্রার্থীর সঙ্গে সমন্বয়হীনতায় হয়তো যুবলীগের একটা বড় অংশ। তাই আ’লীগের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করছেনা তারা। ২২ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় পৌরসভার জ্ঞানীর মোড় এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুলের নেতৃত্বে যুবলীগের একটা বড় অংশ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের ট্রাক প্রতীকের পক্ষে নির্বাচনের জন্য বর্ধিত সভা করেছে।
এছাড়া ২৩ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মিন্নি মার্কেট এলাকায় স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদের নির্বাচনী ক্যাম্পে কে বা কারা প্লাস্টিকের চেয়ার, তিরপাল ও ছামিয়ানার কাপড় পুড়িয়ে দিয়েছে। আবার নৌকার প্রার্থীর পোস্টার ছেড়ার অভিযোগও শোনা যাচ্ছে।