আসন্ন দ্ধাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে নির্বাচনী গনসংযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী সদ্য বিএনপি থেকে পদত্যাগকারি ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। তিনি আজ সোমবার (২৫ ডিসেম্বর) দিনবর উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল, আকনের হাট, সাতানী বাজার, মুন্সিরাবাদ বাজার, শৌলজালিয়া ইউনিয়নের মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ, তালগাছিয়া আশ্রাফিয়া কওমি মাদ্রাসা, সেন্টারের হাট, দোগনা বাজার, কচুয়া বাজার, বান্ধাঘাটা বাজার ও বিনাপানি বাজারে গণসংযোগ করেন এবং পথসভায় শাহজাহান ওমর উপস্থিত ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এবং নির্বাচনের দিন সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় তার সাথে ছিলেন জাতীয় পার্টি (জেপি) যুগ্মমহাসচিব ও যুব সংহতির কেন্দ্রিয় কমিটির সভাপতি এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট এম,এ জলিল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.এমাদুল হক মনির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক গোলাম কিবরিয়া সিকদার, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো.আবদুল জলিল মিয়াজী, জেলা পরিষদের সাবেক সদস্য এসএম আমিরুল ইসলাম লিটন, শাখাওয়াত হোসেন অপু, ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন, মাহমুদুল হক নাহিদ, মো.মিঠু সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম বুলবুল, বিআরডিবি’র চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা কাওসার আহম্মেদ জেনিভ, আওরাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা মো.জাহাঙ্গির হোসেন মোল্লা, শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাইদুল ইসলাম উপজেলা বিএনপির সাবেক সাধারন জাকির হোসেন কবির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো.হাসিব ভুট্রো, সাবেক বিএনপি নেতা মো.ইলিয়াস মিয়াসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনবর এ গণসংযোগে তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের যোগ দেওয়ার পর কাঁঠালিয়ায় এখন আর কোন বিএনপি নেই।




















