ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামীল লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে গিয়েছেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য মনিরুউজ্জামান মনির।
মঙ্গলবার বিকেলে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মনিরুজ্জামান মনির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) সংসদীয় আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ঈগল। আজ আমি আমার ব্যক্তিগত কারণে সজ্ঞানে, সেচ্ছায় আমার নির্বাচন থেকে সরি দাঁড়াচ্ছি। সাথে সাথে আমার শুভাকাঙক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি সবাই আগামী ৭ তারিখের নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং জননেত্রীর শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিবেন এবং আগামীদিনে জননেত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সহায়তা করার অনুরোধ জানান।
এ সময় জেলা আ’লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও উপজেলা আ’লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ প্রমুখসহ তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।























