নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। ট্রাক প্রতীক নিয়ে নিজের নির্বাচনী এলাকায় মাঠে-ঘাটে ভোটারদের নিকট গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি। মাহি রাজশাহী-১ আসন (গোদাগাড়ী-তানোর) থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। মঙ্গলবার গোদাগাড়ীর উপজেলার কয়েকটি
ইউনিয়নসহ আশপাশের টমেটুর জমিতে গিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন মাহি। এ সময় কৃষকদের মাহি বলেন, মেহনতি খেটে খাওয়া দরিদ্র কৃষকের মুখে হাসি ফুটাবে ট্রাক মার্কা।
এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি গিয়েও ট্রাক প্রাতীকে ভোট চেয়েছেন। এ সময় মাহির সঙ্গে ছিলেন তার কর্মী- সমর্থকরা। মাহি এ সমস্ত এলাকা ও হাট-বাজারগুলোতে ঘুরে নির্বাচনী প্রচারণা চালান। এ সময় হাটে-বাজারের ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলেন এবং ট্রাক প্রতীকে ভোট চান। এদিকে দুপুরে তানোর উপজেলার মণ্ডুমালা এলাকার একটি এতিম খানায় মাহির আয়োজনে এতিম শিশুদের সাথে দুপুর খাবার আয়োজন করেন।
এসময় মাহিয়া মাহি সাংবাদিকদের বলেন, ভোটররা একটা পরিবর্তন চায়। যেহেতু ভোটাররা আমাকে আগে থেকে চেনেন তাই তাদের কাছে গিয়ে ভোট চাইতে সমস্যা হচ্ছে না। সব মিলিয়ে ভোটারদের ভালো সাড়া পাচ্ছি। এর আগের দিন বিকেলে গোদাগাড়ী বালিয়াঘাটি কুমারপাড়া গ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা উলুধ্বনি দিয়ে লাল বেনারসি শাড়িতে জড়িয়ে বরণ করে নিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহিকে। সঙ্গে মাহির স্বামী রকিব সরকারকে ধুতি জড়িয়ে বরণ করেন নেন তারা। এর আগে তাদের গলায় ও হাতে গাঁদা ফুলের মালা পরিয়ে দেওয়া হয়। নির্বাচনী প্রচারে গিয়ে হিন্দুদের ভালোবাসায় সিক্ত হলেন মাহি ও তার স্বামী রকিব।
এ সময় ভোট চাইতে গিয়ে মাহি বলেন, আমি আপনাদের মেয়ে মাহিয়া মাহি। আমাকে আপনারা ট্রাক প্রতীকে ভোট দেবেন। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই। একই সঙ্গে তিনি তাদের আশীর্বাদ চান।























