ঘন কুয়াশার কারনে সোয়া ৩ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় এই নৌপথ ফেরি চলাচল চলাচল শুরু করেন বিআইডব্লিউটিসি। এর আগে ঘন কুয়াশার কারনে ফেরির মার্কিং লাইটের আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় এবং নৌ-দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত ৪টা ৩৫ মিনিটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। অপরদিকে ঘন কুয়াশার কারনে পৌনে ৫ ঘন্টা বন্ধ থাকার পর আরিচা কাজিরহাট নৌপথেও পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে নৌ-দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের জানমালের নিরাপত্তায় সোমবার দিবাগত রাত ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় এই নৌপথ। বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ জানান, ঘন কুয়াশার তীব্রতা কমে গেলে এবং নৌ-দুর্ঘটনার ঝুকি কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। ঘন কুয়াশার কারনে ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝনদীতে ৫ ফেরি আটকা ছিল। ফেরি চলাচল শুরু হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথ সিরিয়াল অনুযায়ী যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলেও তিনি জানান।
শিরোনাম
আরিচা-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক
-
মানিকগঞ্জ প্রতিনিধি - আপডেট সময় : ১২:৪৭:২০ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- ।
- 102
জনপ্রিয় সংবাদ






















