ফেনী-২ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী নিজাম উদ্দিন হাজারী শনিবার সদর উপজেলার ফাজিলপুর ও ফরহাদ নগর ইউনিয়নের ১৮ টি ওয়ার্ড সহ বিভিন্নস্থানে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন। এসম নিজাম উদ্দিন হাজারী গণসংযোগে গেলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ও তাঁকে এক নজর দেখতে এলাকার আবাল, বৃদ্ধা বণিতাসহ সব বয়সী মানুষ ছুটে আসেন। এ সময় প্রার্থী ও ভোটারদের মাঝে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
ভোট চাইতে গিয়ে নিজাম হাজারী বলেন, আমি আপনাদের সন্তান। নির্বাচনী পথসভা উপস্থিত আমার পিতৃতুল্য মুরুব্বী, মা-বোন ও এলাকাবাসী আপনারা আমাকে নৌকা প্রতীকে ভোট দেবেন। সুখে-দুঃখে আমি অতীতেও ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। একই সঙ্গে তাদের আশীর্বাদও চান নিজাম হাজারী।
তিনি আরো বলেন, আমি প্রতিশ্রুতি দিতে চাই না কারণ এতে আচরণ বিধি লঙ্ঘন হবে, তবে আমি নির্বাচিত হলে এ এলাকার সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করবো। ভোটাররা ৭ তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিবেন। আপনারা সবাই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে যাকে খুশি তাকে ভোট দিবেন। অতি উৎসাহী হয়ে কোন কাজ করবেন না। আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবারের নির্বাচন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। দেশি বিদেশি সকল ষড়যন্ত্র ব্যলেটের মাধ্যমে
জবাব দিতে হবে।
নিজাম হাজারী বলেন, আমি আপনাদের কাছে আজ শূন্য হাতে এসেছি। আমার আজ দেয়ার কিছু নেই। তিনি যদি নৌকা প্রতীকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হলে অসমাপ্ত কাজ সম্পন্ন করা হবে।
।সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্লাহ বিকম সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল , ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল
হক রিপন,জেলা পরিষদ সদস্য নুরুল আপছার আপন সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কুতুবউদ্দিন হাজারী, আব্বাস হাজারী সহ তার পরিবারের সদস্যরা।
রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, ফেনীর তিন আসনে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ফেনী-১ আসনে ৬ জন, ফেনী-২ আসনে ৮ জন এবং ফেনী-৩ আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তিনি প্রার্থীদের প্রচারণায় আচরণবিধি লঙ্গন না করার আহ্বান জানান।























